৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রজনীকান্তের ছবিতে রাধিকা

একে বোধ হয় বলে, “শাপে বর”। নগ্ন ভিডিও ফাঁস হওয়ার পর থেকে লাইম লাইটে রাধিকা আপ্তে। তবে এবার বিতর্কে নয়। কর্মারশিয়াল ছবিতে মূল চরিত্রে দেখা যাবে তাঁকে। দক্ষিণের থালাইবা রজনীকান্তের ছবিতে অভিনয় করতে চলেছে রাধিকা আপ্তে।

তবে অফিশিয়ালি ভাবে কিছু জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, রজনীর তাঁর আগামী ছবির নায়িকার জন্য বেছে নিয়েছে রাধিকাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাধিকার ‘অহল্যা’ ও ‘মানঝি দ্য মাউনটেন্ট’ দু’টি ছবি ট্রেলার। যেখানে ভিন্ন দু’ই রূপে দর্শকদের সামনে এসেছেন নায়িকা। ট্রেলর দুটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এদিকে রবীন্দ্রনাথের বেশ কিছু ছোটগল্পকে নতুন করে পর্দায় আনছেন পরিচালক অনুরাগ বসু। সেই সিরিজে রবীন্দ্র নায়িকা হচ্ছেন রাধিকা আপ্তে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ