[english_date]

রক্ষণশীলতার মাঝে ইরানে নতুন বিবাহ ওয়েবসাইট

রক্ষণশীলতার আস্তরণ থেকে বেরোচ্ছে ইরান। সেদেশে খোলা হল প্রথম ম্যাচমেকিং ওয়েবসাইট। Hamsan.Tebyan.net ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে যেকোনোও ইরানি যুবক-যুবতি খুঁজে পাবেন তাদের পছন্দ মতো পারফেক্ট ম্যাচ। সোমবার এই ওয়েবসাইটটি উদ্বোধন করে সেদেশের যুবকল্যান মন্ত্রী মহম্মদ গুলজারি বলেছেন, “বন্ধুত্বের ধারণাই বদলে দেবে এই নতুন ওয়েবসাইট। তবে মাথায় রাখতে হবে এটা কোনও যৌন প্ররোচনা মূলক ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ তাঁর সঙ্গী সহজে খুঁজে পাবেন।” জানা গিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনও নিজের ছবি সহ প্রোফাইল আপডেট করতে পারবে। এবং সেই আপডেটের মাধ্যমে তিনি খুঁজে পাবেন নিজের পছন্দের কাছের মানুষ।

দীর্ঘদিন থেকে সেদেশের ১১ মিলিয়ন বিবাহযোগ্য অবিবাহিতদের নিয়ে চিন্তায় ছিল সরকার এখন এই নয়া ওয়েবসাইট তাদের অনেকটাই চিন্তা মেটাতে পারবে বলে মনে করা হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ