রংপুরের আট উপজেলায় দুই জামায়াত কর্মীসহ ১০৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রবিবার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত এসব আসামিকে গ্রেফতার করে পুলিশ।
জামায়াতের কর্মীরা হলেন, মিঠাপুকুর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মোতালেব (৪০) ও মোঘলকোট গ্রামের শাহজাদা মিয়া (৪৫)।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 197