বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলতে বাংলাদেশ পা রেখেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। সোমবার (১৬ জানুয়ারি) রাতে ঢাকা এসে পৌঁছেছেন এই ২৯ বছর বয়সী।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই বিপিএলে যোগ দিতে বাংলাদেশে আসলেন রউফ। রংপুরের পরবর্তী ম্যাচেই দলে দেখা যেতে পারে এই গতি তারকাকে। এখন পর্যন্ত ৩ ম্যাচের দুটিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দলটি। রউফ ছাড়াও দলটিতে আছেন শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ ও সিকান্দার রাজার মতো অলরাউন্ডার। তবে আইএলটি -২০ আসরে খেলতে বিপিএল থেকে মাঝপথেই বিদায় নিয়েছেন সিকান্দার রাজা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গতির ঝড় তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন রউফ। এবার রউফের ঝড় দেখা যাবে বিপিএলেও। পাকিস্তানের জার্সি গায়ে ৫৭ টি-টোয়েন্টি খেলা এই তারকা উইকেট নিয়েছেন ৭২টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৮ করে।
অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে গতিময় বলটি করেছিলেন রউফ। স্পিডগানে তুলেছিলেন ৯৩.৮ মাইল বা ১৫১ কিলোমিটার গতি।
রউফ ও অন্যান্য বিদেশি ক্রিকেটারের পাশাপাশি রংপুর দলে আছেন বেশ কয়েকজন প্রতিভাধর বাংলাদেশি তরুণ ক্রিকেটার। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল থাকায় দলটাকে ভারসাম্যপূর্ণ বলছেন অধিনায়ক সোহান।
এদিকে, রংপুরের জন্য দুঃসংবাদ অধিনায়ক সোহানকে নিয়ে। সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন তিনি। গতকালের অনুশীলনে একা একা বসে ছিলেন নুরুল হাসান সোহান। পরে উঠে দাঁড়ালেও অস্বস্তিটা ছিল পরিস্কার। কোমরে আর পিঠে একগাদা ট্যাপিং নিয়েও চেয়েছিলেন ব্যাট করতে। কিন্তু ক্রিকেট বিধাতা তার সঙ্গ দেয়নি। যার কারণে সাইড স্ট্রেইনের পেইন নিয়ে হোটেলে ফিরে যেতে হয় দলের আগেই।
ম্যাচের আগে এ ঘটনা অনেকটাই হতাশ করে দিয়েছে পুরো শিবিরকে। যদিও সেটা মানতে চাননি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসা রাকিবুল হাসান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ স্পিনার বলেন, ‘উনি (সোহান) এখনো পর্যবেক্ষণে আছেন। আমরা সঠিকটা জানি না। ম্যাচের আগে বলা যাচ্ছে না। না খেললে হয়তো পরিকল্পনা একটু এদিক -ওদিক হতে পারে।’