রংপুরের দুর্বৃত্তের গুলিতে এক জাপানি নাগরিক নিহত
রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হয়েছেন। তার নাম হোসি কোনিও। গ্রামের পথে রিকশাযোগে একটি কৃষি খামার পরিদর্শনে যাওয়ার সময় এ হামলার শিকার হন তিনি। কোনিও ছিলেন একজন এনজিও কর্মী।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহিগঞ্জের আলুটারি মহিষওয়ালা মোড়ে এ ঘটনা ঘটে। তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ঢাকার গুলশানে ইতালিয় নাগরিক সিজারি তাভেল্লার হত্যার এক সপ্তাহের মধ্যে আরেক বিদেশী নাগরিককে হত্যার এ ঘটনা ঘটল ।
তবে এ হত্যার কারণ এবং কে বা কারা ঘটিয়েছে তাৎক্ষণিক পুলিশ তা জানাতে পারেনি।
ঘটনাস্থল পরিদর্শনের পর কাউনিয়ার থানার ওসি রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, একদল মুখোশধারী বিদেশী এ নাগরিককে গুলি করে পালিয়ে যায়। আমরা আশপাশের পুলিশের নজরধারী বাড়িয়েছি। অপরাধিদের ধরতে ও ঘটনার দ্রুত তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ফোর্স কাজ শুরু করে দিয়েছে।
তিনি আরো জানান, আশপাশের এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ জানান, ঘটনাস্থল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড় পরিদর্শনে করেছেন কাউনিয়া, কোতয়ালী, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।