যৌন কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজ আটক, আটক হওয়ার পর তিন লাখ ডলার দিয়ে জামিনে মুক্তি পেয়েছেন এক সৌদি যুবরাজ।
বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা বেভারলি হিলসের একটি এস্টেটে এক নারী কর্মীকে যৌন নির্যাতন এবং জখম করার দায়ে মাজেদ আবদুল আজিজ আল-সৌদ (২৮) কে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, ওই এস্টেটের পাশে একজন প্রত্যক্ষদর্শী এক নারীকে রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে সৌদি যুবরাজকে গ্রেফতার করে পুলিশ। সেসময় যুবরাজের কাছে কোনো কূটনৈতিক রক্ষাকবচ বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ছিলো না।
সৌদি যুবরাজের গ্রেফতারের বিষয়টি অনলাইন জেল রেকর্ডসের তালিকা থেকেও নিশ্চিত হওয়া গেছে।
তবে যৌন কেলেঙ্কারির দায়ে রাজপরিবারের সদস্য আটকের বিষয়ে কোনো মন্তব্য বা বিবৃতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ।