গ্রেফতার হলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। সেক্স টেপ বানিয়ে সেটা নিয়ে ব্ল্যাকমেল করার এক মামলায় জিজ্ঞাসাবাদ করতে ফরাসি পুলিশ গ্রেফতার করেছে ফ্রান্সের এই স্ট্রাইকারকে। ২০১০ বিশ্বকাপেও একবার ফেঁসে গিয়েছিলেন যৌন কেলেঙ্কারিতে। তবে এবারের অভিযোগটা অবশ্য আরো গুরুতর।
ভার্সাইয়ের স্থানীয় সময় সকাল নয়টায় থানায় হাজির হতে হয় বেনজেমাকে। এরপর থানা থেকে তাকে আদালতে নেয়া হয়। ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এই স্ট্রাইকারের বিরুদ্ধে।
ফ্রান্সের একটি ম্যাচ উপলক্ষে জাতীয় দলের সকল ফুটবলার একসঙ্গে হোটেলে ওঠার পর ঘটনাটি ঘটে। জাতীয় দলের সতীর্থ লিওঁ তারকা ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্স টেপ করেন। যে সেক্স টেপটি অসাবধানতাবশত কিছু ব্ল্যাকমেলারদের হাতে চলে যায়। এরপর বড় অঙ্কের টাকা না দিলে সেক্স টেপটি ছেড়ে দেয়া হবে বলে ভালবুয়েনাকে ফাঁদে ফেলে হুমকি দেয়া হয়।
ধারণা করা হচ্ছে, যারা ব্ল্যাকমেল করছে, তাদের সঙ্গে বেনজেমার এক নিকট আত্মীয়ের যোগসূত্র আছে। তবে এই ঘটনার সঙ্গে বেনজেমার নিজের কতটা সম্পৃক্ততা রয়েছে তা অবশ্য এখনো নিশ্চিত নয়। অপরাধী প্রমাণিত হলে পাঁচ বছরের জন্য কারাবাস করতে হতে বেনজেমার।