[english_date]

যৌনতৃপ্তে সাত নম্বরে ভারত

বিশ্বের যৌনতৃপ্ত দেশ হিসাবে ভারত রয়েছে সপ্তম স্থানে৷ডিউরেক্সের গবেষণায় প্রকাশিত হয়েছে এই তথ্য৷ তাদের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডের নাম৷ এর পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন ও ইতালি। পাঁচ নম্বর স্থানে আছে ব্রাজিল৷

ডিউরেক্সের সংজ্ঞা অনুযায়ী যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যারা চাপমুক্ত এবং যাদের মুক্তভাবে যৌনতা-যাপনের সুযোগ আছে তারাই শুধুমাত্র যৌনতৃপ্ত। সবমিলিয়ে যৌনতা-যাপনের শীর্ষ সুখে পৌঁছাতে পারলে তাকেই তৃপ্তি বলে মনে করছে ডিউরেক্স।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ