যোগ্য মর্যাদা পায় না জওয়ানদের আত্মত্যাগ৷ দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য তাঁদের বলিদানকে স্বীকৃতি দেওয়া হয় না৷ নিজের ব্লগে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করলেন বিগ বি অমিতাভ বচ্চন৷
৭২ বছরের এই অভিনেতা তাঁর ব্লগে লেখেন, ‘‘জওয়ানরাই সমাজের প্রকৃত রক্ষাক৷ তাঁরা সীমান্তে লড়াই করেন৷ আমাদের দেশকে রক্ষা করেন৷ তাঁদের জন্যই আমরা রাতে শান্তিতে ঘুমতে পারি৷ অথচ তাঁদের আত্মত্যাগের যৎসামান্য মর্যাদা দিই আমরা৷’’ জওয়ানদের জন্য দেশবাসীর প্রার্থনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ বিগ বি আরও বলেন, ‘‘আমরা ওদের থেকে অনুপ্রাণিত হই৷ আমরা তাঁদের স্যালুট জানাই৷ সেইসঙ্গে এই বীর যোদ্ধাদের তৈরি করার জন্য জন্মভূমিকে স্যালুট জানাই৷’’ শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সাহসের সঙ্গে তার মোকাবিলা করেন জওয়ানরা৷ অন্তিম সময় পর্যন্ত তাঁদের সঙ্গে থাকে অদম্য ইচ্ছাশক্তি৷
পোস্টটি যতজন পড়েছেন : ২১২