[english_date]

যোগা দিবস পালন টেমসের তীরে

যোগা দিবস ছড়িয়ে পড়ল দেশের গণ্ডী পার করে। সকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে যোগা । এবার একই চিত্র দেখা গেল টেমসের তিরেও। সকাল হতেই মানুষ জড় হলেন যোগা করতে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ”মানুষের এই উৎসাহ দেখে আমি খুশি। মোদীর পছন্দের ১৭৭ টি দেশের মধ্যে আমরা একটি। বিশ্ব জুড়ে মানুষের এই উদ্যোগে আমি মুগ্ধ।”
ব্রিটেনের ৩০ টি ইন্সটিটিউটে পালন করা হয়েছে যোগা দিবস। টেমসের তীরে হচ্ছে মল অনুষ্ঠান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট জমায়েত হয়েছে। নদী তীরে বার্নি-স্পেন গার্ডেনে হয়েছে এই অনুষ্ঠান। ভারতীয় পর্যটন মন্ত্রক, ভারতীয় হাই কমিশন ও ব্রিটিশ হুইল অফ যোগার যৌথ উদ্যোগে ব্রিটেন জুড়ে পালিত হল এই অনুষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ