
ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীনির্ভর সিনেমা ‘এমার্জেন্সি’ মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি (শুক্রবার)। কঙ্গনা রনৌত নির্মিত ও অভিনীত সিনেমাটির সহ-প্রযোজকও তিনি।
চলুন জেনে নেই, কেমন চলছে এমার্জেন্সি…
প্রথমদিনে অর্থাৎ শুক্রবারে সিনেমাটির সংগ্রহ ২.৩৫ কোটি রুপি। তবে দ্বিতীয় দিনে বক্স অফিস সংগ্রহ ৩৬% বেশি। দ্বিতীয়দিনে সিনেমাটির সংগ্রহ ৩.৪২ কোটি রুপি।
‘এমার্জেন্সি’ সিনেমাটি ইন্দিরা গান্ধীর ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের শাসনামালের উপর নির্মিত। যেখানে সেসময় ইন্দিরা গান্ধীর জারি করা ২১ মাসের জরুরি অবস্থার বর্ণনা উঠে এসেছে।
ইন্দিরা গান্ধী চরিত্রে কঙ্গনা রনৌত স্যাকনিল্কের মতে, শনিবার (১৮ জানুয়ারি) ‘এমার্জেন্সি’ ৩.৪২ কোটি টাকা আয় করেছে, যা প্রথম দিনের তুলনায় ৩৬.৮% বেশি। দ্বিতীয়দিন শেষে ভারতে সিনেমাটির আয় ৫.৯২ কোটি রুপি।
বলা প্রয়োজন, ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে ইন্দিরা গান্ধীর জারি করা ২১ মাসের জরুরি অবস্থাকে স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। সিনেমায় সেই সময়কেই তুলে আনা হয়েছে।
ইন্দিরা গান্ধী চরিত্রে কঙ্গনা রনৌত ‘এমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এছাড়াও, সিনেমায় জয়প্রকাশ নারায়ণ চরিত্রে অনুপম খের, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়াস তালপাদে, পুপুল জয়করের চরিত্রে মাহিমা চৌধুরী, ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে মিলিন্দ সুমন এবং সঞ্জয় গান্ধীর চরিত্রে বিশাখ নায়ার অভিনয় করেছেন।