১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যেকোনো মূল্যে জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, আমরা মসজিদে নামাজ পড়ি, কিন্তু আমরা মানুষ হত্যা করি না। আমরা মুসলমানরা কোরআন সুন্নায় বিশ্বাস করি এবং সে অনুযায়ী শান্তির পথে চলি।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রেডিও সাগর দ্বীপ উদ্ধোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেয়া হবে না। দেশ বিরোধীরাই দেশের মানুষকে বিভ্রান্ত করতে বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, ধর্মের প্রতি আনুগত্য, সফল ও অসাধারণ নেতৃত্ব গুণাবলীর কারণে আমরা মধ্যম আয়ের দেশ বিনির্মাণের এগিয়ে যাচ্ছি।

এসময় মন্ত্রী হাতিয়া দ্বীপবাসীকে উদ্দেশ করে বলেন, হাতিয়া এসে আমি অভিভূত। এখানে এসে আমি বুঝতে পারলাম, তাল মিলিয়ে উন্নয়নের পথে হাতিয়ার জনগণও এগিয়ে যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ