[english_date]

যুবকের লাশ নিয়ে পালানোর সময় যুবতি আটক

আর্থনিউজ২৪: বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলার মণ্ডলপাড়া এলাকা থেকেমনিরুজ্জামান মণ্ডল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে তরুবীথি পিকনিক স্পটে নারীসহ কিছু যুবক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দিবাগত রাতে ওই পিকনিক স্পটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পটে নারীসহ অবস্থানকারী লোকজন পালিয়ে যায়। সকালে মনিরুজ্জামান মণ্ডলের লাশ নিয়ে নিলুফার ইয়াসমিন সিএনজি চালিত অটোরিকশা যোগে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

থেকেমনিরুজ্জামান মণ্ডল গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের মণ্ডলপাড়ার নূরুল ইসলাম মণ্ডলের ছেলে। পুলিশ ওই এলাকা থেকে নিলুফার ইয়াসমিন নামের এক নারীকে আটক করেছে।

স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম  জানান, আজ সকাল ১১টার দিকে লাশ উদ্ধার ও নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মনিরুজ্জামান মণ্ডল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আটক নিলুফার ইয়াসমিনের বাড়ি গাজীপুর মহানগরীর বাউপাড়া এলাকা।

পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ