১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র নামাজ পড়তে বের হয়ে গুলিতে প্রাণ গেলো বাংলাদেশির

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আবারও ঝরলো প্রাণ। এবার পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় মাহবুব রহমান (৬৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তার বাড়ি বাংলাদেশের নড়াইলে বলে জানা গেছে। এদিকে, এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

গত রোববার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এশার নামাজ আদায় করতে আপার ডার্বির আল-মদিনা মসজিদে যাওয়ার পথে এক অস্ত্রধারী মাহবুব রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। তদন্তকারীদের ধারণা, গাড়ি ছিনতাইকারীর গুলিতে নিহত হয়েছেন মাহবুবুর রহমান। এসময় মসজিদে প্রায় দেড়শ’ মুসল্লি ছিলেন বলে জানা গেছে।

 

ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

এদিকে, সোমবার (৩০ অক্টোবর) সন্দেহভাজন এক হামলাকারীর ঝাপসা ছবি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। এছাড়া নিহত ব্যক্তির গাড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

 

ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাবাহিনী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ