[english_date]

যুক্তরাষ্ট্রে বিক্রি বেড়েছে গাড়ি ও পিক-আপ ভ্যানের

গ্যাসোলিনের দাম কমায় এবং সুদের হার কম থাকায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জেনারেল মোটরস, ফোর্ড এবং ফিয়াত ক্রিসলার কোম্পানির গাড়ি ও পিক-আপ ভ্যানের বিক্রি বেড়েছে।

২০০০ সালের পর গত মাসের গাড়ি বিক্রির পরিমাণ সর্বোচ্চ। এ মাসে জেনারেল মোটরসের গাড়ি বিক্রি গত বছরের চেয়ে সাড়ে ১২ শতাংশ বেড়েছে। ফোর্ডের বেড়েছে ২৩ শতাংশ এবং ফিয়াত ক্রিসলারের বেড়েছে ১৪ শতাংশ।

২০১৬ সালে এ পরিমাণ আর বাড়বে বলে প্রত্যাশা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। এ সময়টায় চীন এবং উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বেড়েছে এসব ব্র্যান্ডের গাড়ির বিক্রি। ২০১৬ সালে বিক্রি দ্বিগুণের লক্ষ্যমাত্রা রেখেছে জিএম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ