গুয়ামে যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটিতে বি-৫২ বিমান অবতরণের পর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির এয়ারফোর্স। সেখানকার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে এই বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।
বিবিসি আন্দ্রেসন বিমান ঘাঁটির বরাত দিয়ে জানায়, নিয়মিত ট্রেনিং মিশনের অংশ হিসেবে তারা উড্ডয়ন করে এবং নিরাপদে অবতরণ করে। ৮ জন ক্রু সদস্যের কেউই আহত হননি।
এদিকে গুয়াম গভর্নর অফিস থেকে বলা হয়, সাধারণ মানুষদের নিশ্চিত করার জন্য জানানো যাচ্ছে এটি কোন হামলা ছিল না।
উল্লেখ্য, হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রর এই ঘাঁটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 156