১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের  সাবেক সিনেটর ও হলিউড অভিনেতা ফ্রেড থম্পসন আর নেই

যুক্তরাষ্ট্রের টেনেসির সাবেক সিনেটর ও হলিউড অভিনেতা ফ্রেড থম্পসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে লাইফোমায় ভুগছিলেন।

স্থানীয় সময় রবিবার তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।

রিপাবলিকান দলের এই সিনেটর অভিনয় ও রাজনীতি দুটিতেই সক্রিয় ছিলেন।
২০০৩ সাল পর্যন্ত তিনি আট বছর সিনেটে ছিলেন।

আলাবামায় জন্মগ্রহণকারী থমাস মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তিনি আইনের ছাত্র ছিলেন।

এটর্নী হিসেবে তিনি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পদত্যাগের বিষয় তদন্তে নেতৃত্ব দেন। তিনি সিনেট ওয়ারগেট কমিটির রিপাবলিকান কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করেন। এই কমিটি নিক্সনের পদত্যাগের ঘটনা তদন্ত করে।

২০০৮ সালে থমসন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হবার দৌড়ে অংশ নিয়েছিলেন। কিন্তু যথেষ্ট সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় তিনি বাদ পড়েন।

থমসন পাঁচ সন্তানের জনক ছিলেন। এদের তিনজন তার প্রথম স্ত্রী সারাহ এলিজাবেথের লিন্ডসেইর গর্ভে জন্ম নেয়। তার বর্তমান স্ত্রী জেরি কেন থম্পসনের গর্ভে তার দুই সন্তান জন্ম নেয়। তার বেশ কয়েকজন নাতি-নাতনী রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ