৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যার ‘প্রেমে’ পড়েছেন, সেই যুবককে সামনে আনলেন পরী

‘আবারও প্রেমে পড়েছেন’—ফেসবুকে এমনটা লিখেছিলেন ঢালিউড নায়িকা পরী মণি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তাঁর সেই পোস্ট। খবরের শিরোনামেও উঠে আসেন তিনি। তবে আসলেই প্রেম পড়েছেন কিনা পরী মণি? সেই মানুষটিই-বা কে? কী তাঁর পরিচয়? এ ধরনের নানা প্রশ্নও সামনে আসে।
এবার সেগুলোর জবাব মিলল! একই সঙ্গে সেই মানুষকেও প্রকাশ্যে আনলেন পরী। জানা গেছে, সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরী মণিও তাঁর ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’
এর আগে এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেন পরী মণি। যেখানে দেখা যায়, গাড়ির জানালায় আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে তিনি লেখেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ এরপরই ইন্ডাস্ট্রিতে নায়িকার প্রেমের প্রসঙ্গ চাউর হয়। যদিও শেষ পর্যন্ত জানা যায়, সেই ভিডিওটি মূলত প্রাংক ছিল।
ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্যাপন—সবকিছুতেই যেন পরী মণি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবন যাপন করেছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এর আগে তিনি বিয়ে করেছিলেন।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ