বাংলাদেশের প্রথম মানসিক স্বাস্থ্য বিষয়ক সামাজিক ওয়েবসাইট মনের বন্ধু (monerbondhu.com) চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটটি চালু করেন গণমাধ্যম ব্যক্তিত্ব সারা যাকের ও কর্পোরেট আইকন রুবাবা দৌলা। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপেও সেবাটি পাওয়া যাবে। মানসিক চিকিত্সকসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়া যাবে ওয়েবসাইটটির মাধ্যমে।