
যশোরে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় সকাল ৮টার দিকে এই দু্র্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।
যশোরের বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক পান্নু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস সোমবার সকলের দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৭