যশোরের শার্শায় ৩৬৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। রবিবার ৩০ আগস্ট রাত ৮টায় শার্শা থানার ছোট নিজামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা হলো শার্শা থানার বেদেপুকুর গ্রামের আনিছুর হোসেনের ছেলে খাইবার হোসেন (২০) ও দূর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আশা (২০)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে শার্শা থানার গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মুহাম্মদ এজাজুর রহমান ফোর্স নিয়ে শার্শার ছোট নিজামপুর গ্রামের খালেকের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, আটকদের সোমবার ৩১ আগস্ট সকালে মাদক আইনে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হবে।