যশোরের চৌগাছা থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু তার হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, ওই লোকটিকে তারা এলাকায় ভিক্ষা করতে দেখেছেন।
চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : 154
























