[review]
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলাকে নিয়ে সদ্যঘোষিত ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকা বিভাগের অন্তর্গত উল্লিখিত চারটি জেলা ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত গেজেটটি গতকাল মঙ্গলবারের তারিখে আজ বুধবার প্রকাশ করা হয়।
১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা- এ চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের আপত্তির কারণে দুটি জেলা নতুন এই বিভাগে যোগ হয়নি। বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও জেলা দুটি ঢাকা বিভাগেই রইল।