ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন,কম্পিউটার সাইন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আসিফ ও প্রথম বর্ষের শিক্ষার্থী মামুন।
জানা গেছে,সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে ওই দুই শিক্ষার্থী বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে সাতটার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের মোড় এলাকায় নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে।
নিহত আসিফের বাড়ি ত্রিশালে এবং মামুনের বাড়ি ময়মনসিংহের ঘুন্ডি এলাকায় বলে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 120
























