ময়মনসিংহে শিবির সন্দেহে ১০ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। শনিবার সকালে তাদের পুরনো মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর কেন্টিনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : 401