
রূপচর্চা মানে কিন্তু শুধু মুখের যত্ন নয়। তার জন্য চাই হাত, পায়ের সঠিক পরিচর্যা। অনেকেই পেডিকিওর করান। কিন্তু, নিয়ম করে ম্যানিকিওর করা হয়ে ওঠে না। শরীরের অন্যতম আকর্ষণীয় অংশ হাত। তাই হাতেরও সঠিক যত্ন নেওয়া উচিত। পার্লারে বিভিন্ন ধরনের ম্যানিকিওর করা হয়। তার মধ্যে অন্যতম গোল্ড ফয়েল ম্যানিকিওর। গোল্ড ফয়েল ম্যানিকিওরের সাহায্যে কীভাবে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন, তার জন্য রইল কিছু টিপস্।
গোল্ড ফয়েল ম্যানিকিওরের জন্য প্রয়োজন গোল্ড স্ট্রিপিং টেপ, কোরাল বেসড্ নেলপলিশ, টুইজ়ার্স, কিউটিকল রিমুভার, টপ কোট নেলপলিশ, আইশ্যাডো ব্রাশ ও নেলপলিশ রিমুভার।
পদ্ধতি :
♥ প্রথমে তুলোয় নেলপলিশ রিমুভার নিয়ে তুলে ফেলুন নেলপলিশ।
♥ এবার নখে বেস কোট নেলপলিশ লাগান।
♥ বেস কোট শুকোনোর পর, কোরাল বেসড্ নেলপলিশ লাগিয়ে তা শুকোতে দিন।
♥ এবার গোল্ড স্ট্রিপিং টেপ নিন। সেটিকে আঙুলের যে অংশে লাগাতে চাইছেন, সেখানে লাগিয়ে দিন। যদি একাধিক লেয়ার করতে চান তাও করতে পারেন। এতে হাত আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
♥ স্ট্রিপিং টেপ লাগানোর পর তার উপর আর একবার নেলপলিশ লাগিয়ে নিন।
♥ এবার গোল্ডেন ফয়েল গুঁড়ো করে তা আইশ্যাডোর ব্রাশ দিয়ে নেলপলিশের উপর লাগিয়ে নিন। যাতে এই গোল্ডেন ফয়েল দীর্ঘস্থায়ী হয়, তার জন্য ফয়েলের উপর আরেক কোট নেলপলিশ লাগাতে পারেন।