একসময় মনে হচ্ছিল ম্যানচেস্টার ডার্বিতে সিটিই ম্যাচটি জিতে যাবে। তবে চার মিনিটে দুই গোল হজম করে হার নিয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়ে ম্যানচেস্টার সিটি। হারের পর সংবাদমাধ্যমে পেপ গার্দিওলা ম্যানইউর প্রথম গোলটি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, অন্য মাঠে খেলা হলে গোলটা বাতিল করা হতো।
শনিবার (১৪ জানুয়ারি) ম্যানচেস্টার ডার্বিতে ঘরের মাঠে দাপট দেখিয়েছে ইউনাইটেড। তবে প্রথম গোল আদায় করে নেয় সিটি। ম্যাচের ৬০ মিনিটে ডি ব্রুইনের মাস থেকে হেড করে দলকে এগিয়ে দেন গ্রিলিশ। তবে ম্যাচের ৭৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেস এবং তার চার মিনিট পর মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচের প্রথম গোলটি নিয়ে প্রথমে সন্ধেহ সৃষ্টি হয়। ক্যাসেমিরোর পাসটি ছিল রাশফোর্ডের দিকে। কিন্তু রাশফোর্ড অফসাইড থাকায় বল তার পায়ে লাগার আগেই ব্রুনো ফার্নান্দেস তা নিয়ে গোল করেন। যার পর সিটির খেলোয়াড়রা অফসাইডের আবেদন করেন। পরে ভিএআরে দেখা যায় বলটি রাশফোর্ডের পায়ে লাগেনি। ফলে গোলটি বৈধ ধরা হয়।
এমন এক নাটকীয় গোল সিটিজেনদের বিভ্রান্তি করেছে বলে মনে করেন সিটি কোচ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও তাই জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড। পেপ গার্দিওলা বলেন, ‘মার্কাস রাশফোর্ড অফসাইডে ছিল, ব্রুনো ফার্নান্দেস নয়। রাশফোর্ড আমাদের গোলরক্ষক ও মূল ডিফেন্ডারদের বিভ্রান্ত করেছিল। ঘটনাটা ঠিক এমনই। এই ধরনের স্টেডিয়ামে রেফারিদের জন্য কাজটা কঠিন।’
ইউনাইটেডের এমন জয়ে লিগ টেবিল আরও জমে উঠেছে। ম্যানচেস্টারের দুই ক্লাবই ১৮ ম্যাচ খেলেছে, যেখানে সিটির পয়েন্ট ৩৯ এবং ইউনাইটেডের ৩৮। সিটি আছে টেবিলের দুইয়ে এবং ইউনাইটেড তিনে। তবে এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।