ইতোমধ্যে ডাচ কোচের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার গুজব রটেছে। এবার নতুন খবর হলো, চেলসির বিপক্ষে জয় পেলেও চলতি সপ্তাহেই নাকি ম্যানইউর কোচের পদ ছাড়বেন ফন গাল।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে একটিও জয় নেই। ফলে, ভীষণ চাপের মুখে কোচ লুইস ফন গাল।
‘দ্য টেলিগ্রাফ’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। প্রসঙ্গত, প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর এবার চেলসির মুখোমুখি হবে ম্যানইউ। সোমবার ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
স্টোক সিটির বিপক্ষে গত শনিবারের ম্যাচে ২-০ গোলে হারের পরই ফন গালের কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জনে বাড়তি মাত্রা যুক্ত হয়। জানা যায়, চেলসির বিপক্ষে হেরে গেলে ডাচ কোচের আঠার মাসের ওল্ড ট্রাফোর্ড অধ্যায়েরও ইতি ঘটবে!
অবশ্য, এ বিষয়ে ম্যানইউ কিংবা ফন গাল এখনও সরাসরি কোনও বিবৃতি দেয়নি। সবই গুজবের ছায়াতলে। সূত্রমতে, ইংলিশ জায়ান্টদের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড ফন গালকে সমর্থন দিলেও অচিরেই তাতে পরিবর্তন আসতে পারে।
























