১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ম্যাচ শেষে কেউই লামিচানের সঙ্গে হাত মেলায়নি

নেপালের কীর্তিপুরে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে নেপাল। তবে ম্যাচের পর যখন দুই দল একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন স্কটল্যান্ডের কেউই সন্দ্বীপ লামিচানের সঙ্গে হাত মেলাননি।

২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে লিগ ২-এর ম্যাচে মাঠে নেমেছিল নেপাল ও স্কটল্যান্ড। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। প্রথমে ব্যাটিং করে ২৭৪ রানের পুঁজি পায় স্কটিশরা। জবাবে ১৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নেপাল।

তবে ম্যাচ শেষের পর, রিচি বেরিংটনের দল নেপালের বাকি সব খেলোয়াড়ের সঙ্গে হাত মেলালেও লামিচানেকে ইচ্ছে করেই সবাই এড়িয়ে যান। গত সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন লামিচানে। তখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সাময়িকভাবে নিষিদ্ধ করে। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি এখন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও খেলছেন।

এদিকে ক্রিকইনফো জানিয়েছে, লামিচানের বিরুদ্ধে থাকা অভিযোগের নীরব প্রতিবাদ হিসেবে স্কটল্যান্ডের ক্রিকেটারেরা তার সঙ্গে হাত মেলাননি। মূলত, এমন অপরাধের পর জামিন পেয়ে আবারও নেপাল দলে খেলাটা ভালো চোখে দেখেনি স্কটল্যান্ডের খেলোয়াড়রা।

এর আগে নামিবিয়ার খেলোয়াড়েরাও ম্যাচের আগে লামিচানেসহ নেপালের সব খেলোয়াড়ের সঙ্গে হাত মেলালেও ম্যাচ শেষে লামিচানেকে এড়িয়ে যান। ক্রিকইনফো জানিয়েছে, স্কটল্যান্ড ও নামিবিয়া দলের ক্রিকেটাররা লামিচানের খেলাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি।

শুধু যে অন্য দেশের খেলোয়াড়রা তার ওপর ক্ষুব্ধ তা নয়। নেপালের ক্রিকেট প্রেমিরাও লামিচানেকে দেখে প্রতিবাদ জানিয়েছে। গত বছর যখন লামিচানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলছিলেন তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। দেশে আসার পর গ্রেফতার হন লামিচানে। তবে তার ওপর ওঠা ধর্ষণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বীকার করেছেন নেপালের সাবেক অধিনায়ক লামিচানে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ