[english_date]

ম্যাগি পোড়াতে ব্যয় ২০ কোটি!

আগেই দেশের বাজারে ম্যাগি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার৷ আর এখন বাতিল হওয়া সেই ন্যুডলস নষ্ট করতে নেসলে ইন্ডিয়ার ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা৷এর জন্য অম্বুজা সিমেন্ট কর্তৃপক্ষকে ২০ কোটি টাকা দিয়েছে তারা৷ মহারাষ্ট্রের চন্দ্রপুরে অম্বুজা সিমেন্টের কারখানায় পোড়ানো হচ্ছে লক্ষ লক্ষ ম্যাগির প্যাকেট৷

উল্লেখ্য, সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় কয়েকদিন আগেই ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা৷ এরপরই, তাদের তৈরি এই ন্যুডলস বাজার থেকে তুলে নেয় নেসলে ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ আর এবার তা নষ্ট করতে পদক্ষেপ নিয়েছে তারা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ