
মৌলভীবাজারের কমলগঞ্জে রিনা বেগম (২৪) নামের এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার সকাল ১০টার দিকে মধ্যবাগ এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মৃত দেহউদ্ধার করে পুলিশ।
তবে রিনার স্বামী গ্রামের আব্দুল হাই জানিয়েছেন, তিনি সকাল ১০টায় বাজার থেকে ফিরে স্ত্রীকে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।
স্থানীয় আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমদ জানান, রিনা বেগমের গলায় কোনো চিহ্ন নেই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৫৮