
মোহাম্মাদপুরের পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সকাল থেকে রাজধানীর মোহাম্মাদপুরে আবাসিক এলাকার একটি বাসায় এই অভিযান চালায় পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল নবোদয় হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালায়। সেখানে এসআই নয়নসহ মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীরও ছিলেন। ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয়টি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল এ অভিযান শুরু হয়েছে, এখনো চলছে। এটি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে চলছে। নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা মিলে এ অভিযান পরিচালনা করছেন।
এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার শনিবার জানান, নবোদয় হাউজিংয়ের ওই বাসাটিতে গতকাল অভিযানের পর বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় এবং বাসাটি সিলগালা করে গোয়েন্দা পুলিশ। আজ সকাল থেকে ওই বাসায় পুনরায় অভিযান চালালে কয়েকটি বোমাও পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে। বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে।