বক্সঅফিস টক্করে পিছিয়ে আছেন ঠিকই। কিন্তু ‘রণ’ জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। তাই অন্য ময়দানে তিনিই ‘ফার্স্ট বয়’। সম্প্রতি ভারতে সেক্সিয়েস্ট সেলেব বেছে নেওয়ার জন্য একটি সমীক্ষা হয়েছিল। সেখানে সিদ্ধার্থ, বরুণ, শাহিদকে পিছনে ফেলে মোস্ট সেক্সিয়েস্ট হ্যাঙ্ক ‘দ্য রণবীর কাপুর’।
তবে জানিয়ে রাখি রয়ফ্রেন্ডের থেকে কোন অংশে কম নয় ক্যাটও। টক্কর সেয়ানে সেয়ানে। ইয়েস একই সমীক্ষায় ভারতে এই মুহূর্তে ‘সেক্সিয়েস্ট উওম্যান’ ক্যাটরিনা কাইফ। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে, আপাতত লিভিং-এ রয়েছেন এই দুই লাভবার্ডস। যদিও এখনও বিয়ের কথা কিছুই জানানি এই প্রেমিক যুগল। কিন্তু তাঁরা যে ভবিষ্যতে সাতপাকে বাঁধা পড়বেন তা একপ্রকার নিশ্চিত। তার আগেই ‘সেক্সিয়েস্ট ম্যান’ এবং ‘সেক্সিয়েস্ট উওম্যান’-এর শিরোপা জিতে নিলেন রণবীর-ক্যাটরিনা জুটি।
আপাতত দুজনই ব্যস্ত আছেন ‘জাগ্গা জাসুসের’ শুটিয়ে।