[english_date]

মোসাদ ইস্যু: আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল বিএনপি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক  সংবাদ সম্মেলনে  তিনি এ কথা বলেন।

গত ৯ মে নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক সংক্রান্ত একটি প্রতিবেদন ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’- এ প্রকাশিত হয়।

সেই সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়।

এরপর থেকেই বিএনপিকে উদ্দেশ করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব দলের এই অবস্থান জানালেন।

মির্জা ফখরুল বলেন, মোসাদের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি ও কোনো সম্পর্কও নেই। ফিলিস্তিনে যেভাবে হামলা হচ্ছে বিএনপি তা সমর্থন করেনা। বিএনপি সব সময় ফিলিস্তিনের পাশে আছে এবং থাকবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ