মেক্সিকোয় মোরগের লড়াইকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির গোলযোগপূর্ণ মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়েররেরোর চুয়াজিনিচুইলাপা শহরে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোরগের লড়াই দেখতে আসা ১২ বছর বয়সী এক বালকও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো সাত ব্যক্তি। ঘটনার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। কোনো কোনো প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোরগের লড়াইকে কেন্দ্র করে বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫৯