[english_date]

মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন রিকশা সার্ভিস

মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন ট্যাক্সি সার্ভিস উবাররের আদলে রিকশা সার্ভিসের জন্য লাহোরে অ্যাপস চালু করেছে পাকিস্তানের এক দল তরুণ উদ্যোক্তা।

ব্যস্ততম শহরটিতে ক্রমবর্ধমান মানুষের ভিড়ে গণপরিবহনগুলো চাপ বাড়ছে। বাস ও ভ্যানগুলোতে থাকে অনেক বেশি ভিড়। আর ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ি অনেক বেশি ব্যয়বহুল। একারণে সেখানকার মানুষের রিকশাই একমাত্র উপায়।

এই সমস্যা উপলব্ধি করে যাত্রীদের মোবাইল ফোনে রিকশা সেবা দেয়ার জন্য অ্যাপস তৈরি করেন শামির খান ও তার পাঁচ বন্ধু। তাদের প্রতিষ্ঠানটির নাম ‘ট্রাভেলি’।

ট্রাভেলির প্রধান নির্বাহী শামির খান জানান, পরীক্ষামূলকভাবে তারা দুটি ব্যস্ত এলাকায় এই সেবা চালু করেন। ঐ এলাকা দুটিতে ব্যাপক সাড়া পেয়েছি। এমনকি গভীর রাতেও তাদের ফোন পাচ্ছি।

তিনি জানান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করার পর তারা পরিবহন অ্যাপস উন্নয়ন বিষয়ক পাঞ্জাব সরকারের একটি প্রকল্পে কাজ করেছিলেন। সেখান থেকেই নতুন এই অ্যাপসটি তৈরির উত্সাহ পেয়েছেন তারা।

শিগগিরই তাদের সেবার পরিধি আরো বাড়াবেন বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ