সিম কার্ডমোবাইল ফোনে গোপনে নজরদারি করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা সিম কার্ড হ্যাক করছে।
এডওয়ার্ড স্নোডেনের বরাত দিয়ে ‘দ্য ইন্টারসেপ্ট’ এই তথ্য জানিয়েছে। খবর: বিবিসির।
দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডাচ কোম্পানি ‘জিমালতো’ হ্যাক করে কোড চুরি করেছে গোয়েন্দারা।
স্নোডেন এর আগেও মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন। সম্প্রতি ফাঁস করা তথ্য অনুযায়ী, ডাচ কোম্পানি জিমালতোর হ্যাক করে কোড চুরি করেছে গোয়েন্দারা। স্নোডেনের এই অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রতিষ্ঠানটি।
জিমালতো ৮৫টি দেশে সিম তৈরি করে এবং তাদের ৪০টি সিম উৎপাদনকারী কারখানা রয়েছে।
ফাঁস করা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা বিশ্বের বিভিন্ন সেলুলার নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি করতে এই হ্যাকিং আক্রমণ চালিয়েছে। এটিঅ্যান্ডটি, টি-মোবাইল, ভেরিজন, স্প্রিন্টের পাশাপাশি বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরা নেদারল্যান্ডসের ওই সিম নির্মাতা প্রতিষ্ঠানটির গ্রাহক।