
ইউসুফ পাটোয়ারি সাগর, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা থেকে নিখোঁজ হওয়ার ৪দিন পর মটর সাইকল চালক মোঃ আজিজুল হাকিম শান্তর (২৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দূর্গম হৃদয় রঞ্জন কার্বারীপাড়ার রিছাং ঝর্ণা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিজুল হক শান্ত মাটিরাঙ্গা পৌর এলাকার নতুনপাড়া গ্রামের ছালেহ আহম্মদের ছেলে। আজিজুল হক শান্তের লাশ পাওয়ার পর পরই মাটিরাঙ্গা বাজারের সকল দোকানপাট বন্ধ করে দিয়ে সকাল ১১টা থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের উপর গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এসময় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান, মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো: হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক সড়ক অবরোধ তুলে নিতে বিক্ষুব্ধদের সাথে দফায় দফায় আলোচনা করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় চার ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নেয় বিক্ষুব্ধ বাঙ্গালীরা।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ধন বিকাশ ত্রিপুরা (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত আরো দুই জনের নাম বলেছে সে। ধারণা করা হচ্ছে মটর সাইকেল ছিনতাইয়ের জন্য আজিজুল হাকিম শান্তকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে বাঙ্গালী যুবক’কে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরীক পরিষদ। পরে সমাবেশ থেকে আগামী কাল সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
উল্লেখ্য, নিহত আজিজুল হাকিম শান্ত পেশায় একজন ভাড়াটে মটরসাইকেল চালক। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয় শান্ত। এঘটনায় গতকাল শনিবার মাটিরাঙা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিহতের বাবা ছালেহ আহম্মদ।