
আগামী মে মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সচিবালয়ে এক ব্রিফিং এ সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়াও তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। যার ব্যয় ধরা হয়েছে ৭০ হাজার কোটি টাকা।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম চার লেনের ফার্স্ট লেয়ারের কাজ শেষ হয়েছে। এখন ফিনিশিং লেয়ারের কাজ চলছে। এর মধ্যে প্রায় ১২১ কিলোমিটারের কাজ হয়ে গেছে। ২৩টি ব্রিজের প্যাকেজ সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি মে মাসের শেষ সপ্তাহ নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।’
পোস্টটি যতজন পড়েছেন : ৮০