[english_date]

মেয়েকে নিরাপদে পৌছাতে গিয়ে বাবার করুণ মৃত্যু

রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে ঘটেছে ঘটনাটি। মতিউর রহমান (৬৫) বাসচাপায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সাজমিন রহমান বাঁধন।
শনিবার সকাল সোয়া ৬টার দিকে মালিবাগ রেলগেটের কাছে সুপার মার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মতিউর খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৮০১ নম্বর বাড়ির বাসিন্দা। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দিতে। খিলগাঁওয়ে বাঁধন ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে তার। মতিউরের মেয়ে বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।
তার আরেক মেয়ে তাসলিম রহমান বৃষ্টি বলেন, সকালে বাবা বাঁধনকে বিশ্ববিদ্যালয়গামী বাসে তুলে দিতে রিকশাযোগে মালিবাগে যাচ্ছিলেন। রিকশা মালিবাগ সুপার মার্কেটের সামনের সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের চাপায় মতিউরের মাথা থেতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সামান্য আহত হয়েছেন তার মেয়ে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ