আগামী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হতে হলে মেয়র প্রার্থীর জন্য ৪’শ ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর জন্য ৫০ জনের সমর্থন লাগবে।
বুধবার ইসির প্রস্তাবিত বিধিমালা থেকে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বিধিমালায় প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আসন প্রতি দলের ব্যয়সীমা রাখা হচ্ছে ১ লক্ষ টাকা। তবে কোনো দল একটি মাত্র পৌরসভায় প্রার্থী দিলে সবোর্চ্চ ব্যয় দেখাতে পারবে ১লক্ষ টাকা। এক্ষেত্রে বিধি লঙ্ঘন করলে দলকে ৫ লক্ষ টাকা জরিমানা গুণতে হবে।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষের দিকে ২৪৫ পৌরসভায় দলীয়ভাবে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশোধিত আইন অনুযায়ী নির্বাচনী বিধিমালা ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধনের কাজও করছে ইসি।
পোস্টটি যতজন পড়েছেন : ৬২