[english_date]

মেহেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় গ্রেফতার ২

মেহেরপুরে ইজিবাইক চালক আব্দুর রহমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) ভোরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে উদ্ধার করা হয় ছিনতাই করা ইজিবাইক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দীনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাস (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজিদ আলীর ছেলে রাজু শেখ (২৭)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হুসাইন জানান, রোববার বিকেলে মেহেরপুর শহরের ইজাজ আবাসিক হোটেল থেকে ইজিবাইক চালক আব্দুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা ও মুখ বেঁধে গলাকেটে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হয়ে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়। সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে দুজনের অবস্থান শনাক্ত করে পুলিশ।

 

তিনি আরও জানান, অভিযানে সোমবার ভোরে ঝিনাইদহের দুবরাজপুর গ্রাম থেকে প্রথমে পল্লব কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে পরবর্তীতে গ্রেফতার করা হয় তার সঙ্গীয় রাজু শেখকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিহত আব্দুর রহমানের অটোরিকশা ও ব্যবহৃত মোবাইল ফোন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে আব্দুর রহমানকে খুন করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতার হওয়া দুজন। এদের মধ্যে রাজু শেখের নামে দুটি মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, অটোরিকশা চালাতে মেহেরপুর শহরের আসার পর নিখোঁজ হয় মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহমান। পরে রোববার (১১ জুন) বিকেলে মেহেরপুর শহরের ইজাজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহের সন্ধান পায় পুলিশ। এ বিষয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ