১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেসির মাইলফলক স্পর্শের দিনে বার্সারও জয়

লিওনেল মেসির জোড়া গোলে স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারানোর পাশাপাশি লা লিগার পয়েন্ট টেবিলে ছয় পয়েন্টের লিড নিশ্চিত করেছে বার্সেলোনা। একই দিনে মেসি ছুড়েছেন লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলক।

ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ায় লা লিগার একটি ম্যাচ কম খেলা হয়েছিল বার্সেলোনার। বুধাবর সেই ম্যাচটিতেই স্পোটিং এর মাঠে খেলতে যায় লুইস এনরিকের দল। দুর্দান্ত আক্রমণাত্মক খেলতে থাকা বার্সা ম্যাচের ২৫তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায়। বল নিয়ে আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে জড়ান বার্সেলোনার এই ম্যাচের অধিনায়ক। আর এর মাধ্যমে লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছান মেসি।

দুই মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় স্পোর্টিং। প্রতি-আক্রমণে মেনেনদেসের দুর্দান্ত নীচু ক্রসে শুয়ে পড়ে পা লাগিয়ে গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে ফাঁকি দেন কার্লোস কাস্ত্রো।

বার্সার আবারও এগিয়ে যেতে সময় লাগেনি। ৩১তম মিনিটে ডি-বক্সে সুয়ারেসকে বল বাড়িয়েছিলেন মেসি। এক ডিফেন্ডারের সঙ্গে লড়াই করে বল দখলে রেখে তা ফেরত পাঠাতেই বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। এটা নিয়ে লা লিগায় মেসির গোল হলো ১৫টি। দুই মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর চমৎকার সুযোগটা নষ্ট হয় বার্সেলোনার। সুয়ারেসের নীচু ক্রসে মেসির শট ঠেকান গোলরক্ষক। বল পেয়ে নেইমারের নেওয়া উঁচু মাপা শট ডান পোস্টে লেগে ফিরে।

প্রথমার্ধে বলের ৮০ শতাংশ দখলে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায়। গোল হজম করা ঠেকাতে বেশিরভাগ সময়ই নিজেদের অর্ধে থাকে স্বাগতিক খেলোয়াড়রা। এরই মধ্যে ৫৫তম মিনিটে আসে দ্বিতীয়ার্ধের প্রথম ভালো সুযোগটি। কিন্তু মেসির উঁচু করে বাড়ানো বল এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠিক মতো মারতে পারেননি সুয়ারেকজ। নেইমারের বাইসাইকেল কিকেও বল লক্ষ্যে থাকেনি।

৬২তম মিনিটে পেনাল্টি থেকেও ব্যবধান বাড়াতে পারেননি সুয়ারেজ। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক। নেইমারকে গোলরক্ষক ফেলে দেওয়ায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। এর পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোল করে হতাশা কিছুটা ভোলেন সুয়ারেস। ডি-বক্সের ডান প্রান্তে বল পেয়ে ঘিরে থাকা ডিফেন্ডারদের মাঝ দিয়েই বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। এ মুহূর্তে বিশ্বের সেরা নাম্বার নাইনের লা লিগায় এ মৌসুমে গোল হলো সর্বোচ্চ ২৪টি। ২১টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় এর পরেই আছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদো।

গত ৩ অক্টোবর লিগে সেভিয়ার মাঠে হারের পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৩।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ