বার্সেলোনার অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত রয়েছে।লা লিগার শিরোপা জয়ের পথে এরেকধাপ এগিয়ে তারা। লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ৪-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। ফলে ক্যাটালান দলটি এই জয়ে অপরাজিত থাকার রেকর্ডটি ৩৬ ম্যাচে নিয়ে গেল।তবে রোববার নেইমারকে ছাড়াই খেলতে হয় বার্সেলোনাকে। চলতি মৌসুমে লিগে পাঁচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ম্যাচের সপ্তম মিনিটেই নেইমারের পরিবর্তে শুরুর একাদশে জায়গা পাওয়া মুনির এল হাদ্দাদি এগিয়ে দেন বার্সেলোনাকে। মেসির বাড়ানো বল ধরে বক্সের ডান দিক থেকে গোলমুখে বলটা পাস করে দেন সুয়ারেজ। তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন মুনির এল হাদ্দাদি ।

মেসি
দ্বিতীয় গোল পেতে ৪১তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। দারুণ একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝ মাঠের কাছ থেকে বল পায়ে ছুটে সামনে থাকা ডিফেন্ডারের পায়ে নিচ দিয়ে জোরালো শটে গোলরক্ষককে কাবু করেন মেসি।৭৬তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল পান মেসি। ডিফেন্ডার ইভান রামিসের হাতে নিজেদের ডি বক্সে বল লাগলে পেনাল্টিটা পায় বার্সেলোনা। পরে ৮৪তম মিনিটে ব্যবধান ৪-০ করেন সুয়ারেজ। মাঝ মাঠের কাছ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে এবারের লিগে নিজের ২৬তম গোলটি করেন উরুগুয়ের এই দুর্দান্ত স্ট্রাইকার।টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে । আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হল ৬০।