পুরো বিশ্বজুড়ে এখন মূল আলোচনার বিষয় হচ্ছে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়া। আল হিলাল কিংবা বার্সেলোনায় গুঞ্জন উঠলেও, শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের দলকেই বেছে নিয়েছেন মেসি নিজের পরবর্তী গন্তব্য হিসেবে। আগামী ২১ জুলাই ক্লাবটির হয়ে মেসির অভিষেক হতে পারে। যার জন্য চলছে নানা আয়োজন। এরই মধ্যে জানা গেছে, মেসির অভিষেক ম্যাচে স্পেশাল জার্সি পরে ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার দল ইন্টার মিয়ামির সঙ্গে সুপারহিরো কমিক বই প্রকাশক মার্ভেলের সহযোগিতায় একটি বিশেষ জার্সি তৈরি করা হবে। যেটি পরেই অভিষেক ম্যাচে খেলবেন মেসি। যদিও মেসির অভিষেক ম্যাচের পর আবারো নিয়মিত জার্সি পরেই খেলবে ইন্টার মিয়ামি।
গত শুক্রবার (২৩ জুন) ইন্টার মিয়ামি টুইটারে মার্ভেল এবং এডিডাসের সহযোগিতায় নির্মিত জার্সিটি নিয়ে একটি টুইট করে। টুইটে ক্লাবটি লেখে, ‘এডিডাস ও মার্ভেলের সহযোগিতায় দুর্দান্ত এক ফুটবল জার্সি আসছে। গ্রীষ্মকালে সীমিত সংস্করণটি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।’
আগামী ৩০ জুন মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হতে যাচ্ছে। তার আগেই মেসি জানিয়েছেন তার পরবর্তী গন্তব্য। ইন্টার মিয়ামির নাম শোনার পর থেকেই যুক্তরাষ্ট্রে চলছে আমেজ। শুধু ফুটবলাররাই নয়, বাস্কেটবল খেলোয়াড় থেকে শুরু করে সকলেই মেসিকে আমন্ত্রণ জানানো শুরু করেছে। আগামী ২১ জুন লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার কথা আর্জেন্টাইন অধিনায়কের।
লিগে ভালো করতে হলে ইন্টার মিয়ামির যে দরকার একজন সুপারহিরোর। কারণ লিগে তাদের অবস্থা একেবারে নাজুক। ইস্টার্ন কনফারেন্স লিগে মেসির দল রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ১৫ দলের লিগে ১৫ পয়েন্ট নিয়ে ইন্টার মিয়ামির অবস্থান ১৫তম স্থানে। মেসি কি দলের ভাগ্য বদলাতে পারবেন?