আজ চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২ টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে। চলতি বছর প্রায় ৮৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কিছু কোচিং সেন্টার অসাধু উপায়ে কাজ করছে। যারা মেধাবী তারা ভর্তি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হয়ে চিকিৎসক হবে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৩৪