মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন ভর্তীচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেখানে আসেন এসব শিক্ষার্থী। এরপর বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচিকে সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেয়।
তবে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি প্রথমদিকে কম থাকলেও ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। প্রায় ২০দিনের মতো ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে তাদের কর্মসূচি চলে আসছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৬