মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এবং মৌন মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগের দিকে মৌন মিছিল নিয়ে আসলে পুলিশ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের রাস্তায় বসে প্রতিবাদ করতে থাকে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা না নেয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালাবে। গত ১৮ সেপ্টেম্বর সারাদেশে ভর্তি মেডিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একদিন পরেই ফলাফল প্রকাশ করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ১১৩