চাঁদপুরের মেঘনা নদীতে দায়িত্ব পালন করতে গিয়ে হারুনুর রশিদ নামের পুলিশের এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লগ্গিমারা চরের ঘন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকজন পুলিশ সদস্য একটি নৌকা নিয়ে মেঘনা নদীতে টহল দিতে যায়। এ সময় হারুন প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে পাশের একটি জঙ্গলে যায়। কিন্তু দীর্ঘ সময় তার কোন সাড়া না পেয়ে অন্য পুলিশ সদস্যরা তার খোঁজে জঙ্গলে প্রবেশ করে। এ সময় তারা হারুনুর রশীদের মৃত দেহ পড়ে থাকতে দেখে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৯