মেক্সিকোর উত্তরাঞ্চলে মন্তেরি শহরের কাছে টোপো চিকো কারাগারে ভয়াবহ সংঘর্ষ কমপেক্ষ ৪৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন। দুই মাদক চক্রের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
বৃহস্পতিবার মধ্যরাতে এই সংঘর্ষের সময় কারাগারের খাবারের গুদামে আগুন ধরিয়ে দেয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় চল্লিশ মিনিট ধরে এই সংঘর্ষ চলে। বন্দিরা ধারালো অস্ত্র, ব্যাট ও লাঠি নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয়।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যে দিয়ে পালাতে পারে নি।
মন্তেরি শহরের ওই কারাগারে সাড়ে চার হাজারের বেশি কয়েদী রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৬